সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছে।
বৃহস্পতিবার (৬জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কাশিনাথপূর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাশিনাথপূর ইউনিয়নের কাবারিখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামরুল (৩০) এবং জালাল মুন্সীর ছেলে বাবু (২৫)। তারা সম্পর্কে চাচাত ভাই। আহতরা হলেন একই গ্রামের মমিন ও আওযাল।
খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জামিরুলের ভুষির দোকানে আজ হালখাতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাই সকালে চাচাত ভাই বাবু ও প্রতিবেশী মমিন কে নিয়ে কাশিনাথপূরে দোকানের উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে চন্ডিপুর গ্রামের রেললাইন দ্রুত অতিক্রম করার সময়ে ঈশ্বরদী থেকে ছুটে আসা ঢালারচর এক্সপ্রেস নামক ট্রেনের নীচে কাটা পরে তারা ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে।
মোটরসাইকেলে থাকা মমিন ছিটকে পরে গেলে গুরুতর আহত হয়। মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় ছিটকে পরে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা আওযাল আলীর গায়ের উপর পরলে সে গুরুতর আহত হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার দায়িত্বরত এস আই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢালারচর এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।
কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.