সাঁথিয়া, (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলাতে কুপিয়ে যখম করার এগারো দিন পরে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে।
তার নাম রিপন হোসেন।
সে উপজেলার ভুলবাডিযা ইউনিয়নের ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
জানা গেছে, পুর্ব শত্রুতার জের ধরে গত বারো জুলাই সকাল সাড়ে সাতটা নাগাদ প্রতিবেশী হৃদয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে যখম করে। তার চিৎকার শুনে স্বজন রা এগিয়ে গেলে হৃদয় পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয।
অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়েছে।
নিহতের পিতা এ ব্যাপারে ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কারী কর্মকর্তা আতাইকুলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, হৃদয় ছাড়া বাকী সব আসামী জামিনে আছে ।পলাতক আসামী হৃদয় কে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.