এস এম আলমগীর চাঁদ, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় এম বিসিএস ডিগ্রি অর্জন ব্যতীত ডাক্তার উপাধি ব্যবহার করে চিকিৎসা প্রদানের অপরাধে এক ভুয়া ডাক্তার কে ১ লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যা ৭.৩০ এর দিকে উপজেলার সিএন্ডবি সংলগ্ন করমজা ইউনিয়নের সরদার পাড়ার এম এইচ শাহীন নামক এক ভুয়া ডাক্তার কে এ অর্থদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করেন সাঁথিয়া থানা এসিল্যান্ড জনাব এম মনিরুজ্জামান।
মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা যায়, উক্ত শাহীন তার নিজ বাসভবনে চেম্বার খুলে চোখ পরীক্ষার বিভিন্ন যন্ত্রাংশ সহ প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসা প্রদান করছিল।
তিনি এক সময়ে ডাক্তারের কম্পাউন্ডার ছিলেন ।সেই অভিজ্ঞতা থেকে প্রায় ৩০ বছর যাবত বিভিন্ন এলাকায় চোখের চিকিৎসা দিয়ে আসছেন বলে তিনি জানান। এ সময় মোবাইল কোর্টের সাথে থাকা উপজেলা হেলথ কমপ্লেক্স এর আর এম ও তার এক রোগীকে দেওয়া প্রেসক্রিপশনে বিভিন্ন ধরনের অসংগতি তুলে ধরেন ।তার ডাক্তারি সার্টিফিকেট দেখতে চাইলে সে শুধু প্রশিক্ষণের কাগজপত্র দেখায়।
ভালো করে প্রত্যক্ষ করে দেখা গেছে তার স্ত্রী ও কোন সার্টিফিকেট ছাড়া তার সাথে চিকিৎসা দিচ্ছেন।
গতকাল আনন্দ টিভির রিপোর্টার রানা সহ কয়েকজন সাংবাদিক রোগী সেজে তার কাছে চিকিৎসা নিতে গেলে তাদের এই ভুয়া ডাক্তারির বিষয়টি নজরে আসে ।কোন ধরনের ডাক্টারি পড়াশোনা ও সার্টিফিকেট ব্যতীত চোখের মত স্পর্শকাতর অংশের চিকিৎসা দেওয়া যে কারো জন্যই বিপজ্জনক হতে পারে।
অভিযোগ স্বীকার করায় তাকে এক লক্ষ টাকা জরিমানা এবং পরীক্ষার সকল যন্ত্র পাতি যব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায ছিলেন আর, এম, ও, সাঁথিয়া থানা পুলিশ ও সংবাদ কর্মীবৃন্দ।
সাঁথিয়া থানা এসিল্যান্ড জনাব এম মনিরুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.