সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে এক কষাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদ হোসেন । শনিবার(১৬ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে এ জরিমানা করা হয়েছে ।
জানা যায়, উপজলার আতাইকুলা বাজারে শনিবার সকালে বৃহস্পতিপুর গ্রামের বাবুল কষাইযের ছেলে জসিম কষাই রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রি করলে স্থানীয়রা পুলিশে খবর দেয় ।থানার এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ সেখানে গিয়ে তাকে আটক করে ।পরবর্তীতে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ হোসেন তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ।
স্থানীয়রা জানান, আতাইকুলা মাধপুর সহ বিভিন্ন বাজারে কোন ডাক্তারি পরীক্ষা ছাড়াই পশু জবাই করা হয়ে থাকে ।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদ হোসেন জানান, পশুর মাংস মান নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা হয়েছে ।
ভবিষ্যতে সে এ ধরনের কাজ করবেনা বলে অঙ্গীকার করেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.