সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের সানিলা পাড়ায় জটিল সংক্রামক রোগে আক্রান্ত গরুর মাংস বিক্রির উদ্দেশ্য পরিবহনের দায়ে একজনকে পনেরো দিনের কারাদণ্ড দিয়েছে এসিল্যান্ড সাঁথিয়া মনিরুজ্জামান।
দন্ড প্রাপ্ত ব্যাক্তির নাম আলতাফ হোসেন। সে বেড়া মডেল থানার অন্তর্গত হাতিগারা গ্রামের গফুর প্রামাণিকের ছেলে।
জানা গেছে, জটিল সংক্রামক রোগে আক্রান্ত তিনটি গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে দন্ড প্রাপ্ত ব্যাক্তি পরিবহন করে নিয়ে যাচ্ছিল।
এ সময় গরু গুলি পরীক্ষার মাধ্যমে সাঁথিয়া উপজেলা প্রানীসম্পদ অফিসার দেখতে পারেন গরুগুলো জটিল সংক্রামক রোগ ( LSD) তে আক্রান্ত। এ সময় সাঁথিয়া থানা পুলিশের সহায়তায সাঁথিয়া থানা এসিল্যান্ড তাকে পশুজবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী তাকে পনের দিনের কারাদণ্ড প্রদান করেন।
সাঁথিয়া থানা এসিল্যান্ড এম মনিরুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.