সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগষ্ট একটি নৃশংস হত্যাযজ্ঞের ভয়াবহ দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ তে আওয়ামীলীগের সমাবেশে এক নজীর বিহীন ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। সভাস্থলে গ্রেনেড হামলার শিকার হয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতৃ এবং বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এ নারকীয হত্যাযজ্ঞের স্বীকার হয়েছিলেন আওয়ামীলীগের ২২ জন নেতাকর্মী। এ উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এম পি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.