সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া পৌরসভায় নির্মাণ শেষে একটি সড়কের উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এম পি।
শুক্রবার (আট সেপ্টেম্বর) দুপুরে এ সড়কের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নগর অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় সাঁথিয়া পৌরসভার তোরাব আলীর বাড়ি থেকে গনীর বাড়ি পর্যন্ত নির্মাণ শেষে এ কাজের উদ্বোধন করা হল।
উদ্ভাবনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নে রাস্তা ঘাট নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন মুলক কাজ করেছে। এসব সাধারন মানুষ কে অবহিত করতে হবে।
উদ্ভাবনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদ হোসেন,
পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উউপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান শিলা, কমিশনার আলাউদ্দিন সহ আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সুশীল জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.