কুমিল্লার দেবিদ্বারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শাহীন আলমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হামলায় জড়িত সাইফুল ইসলাম বাবুসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
দেবিদ্বার প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দেবিদ্বার প্রেস ক্লাবের উপদেষ্টা এ টি এম সাইফুল ইসলাম মাছুম, সহসভাপতি আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেল ও আহত সাংবাদিক শাহীন আলমের বাবা ফিরোজ মিয়া। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, এনামুল হক, মোহাম্মদ আলী সুমন, আক্তার হোসেন রবিন, ফারুক হোসাইন জনি, আরিফুল ইসলাম, নাছির উদ্দিন, আবুল বাশার, মাহফুজুর রহমান সরকার, সাইফুল ইসলাম সজিব ও মেহেদী হাসান রিয়াদ।
গত ১৭ এপ্রিল দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় ইফতার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ বিষয়ে তথ্য নিতে সাংবাদিক শাহীন আলম সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হামলা চালায় সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীরা। তাকে মারধর করে সেখান থেকে হাসপাতাল ক্যাম্পাসে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী সুজাত আলী সরকারি কলেজ হোস্টেলের পেছনে নিয়ে মারধর করে।
এ ঘটনায় সাংবাদিক শাহীন আলম বাদী হয়ে সাইফুল ইসলাম বাবু, মো. পারভেজ ও মো. মহসিনের নামে থানায় অভিযোগ দেন। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করলে সাইফুল ইসলাম বাবুর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, অভিযোগ পাওয়া গেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.