মোঃ নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: আরটিভি রিপোর্টের অধরা ইয়াসমিনের বিরুদ্ধে রাজারবাগ পীর ও তার সিন্ডিকেটের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হয়রানির প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি(বানাসাস) সভানেত্রী নাসিমা আক্তার সোমা সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
ডিজিটাল আইন বাতিলের দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বলছে ডিজিটাল আইন সাংবাদিকদের বিরুদ্ধে না, কিন্তু এখন দেখা যায় প্রতিদিনই ডিজিটাল আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে। অধরা ইয়াসমিনের বিরুদ্ধে আইনের মামলাটি প্রত্যাহার করতে হবে। শুধু মামলা প্রত্যাহার করলে হবে না, এই ভণ্ড পীরের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরও বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলার সংখ্যা তত বাড়তে থাকবে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই, আমরা প্রশাসনের সহায়ক শক্তি। মন্ত্রীরা বলছে- সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু সেটি না করে পুলিশ মামলা নিচ্ছে। এটা নিয়ে সাংবাদিকদের সঙ্গে একটু খেলা করা হচ্ছে। আপনারা সরাসরি বলে দেন সাংবাদিকরা দুর্নীতির বিরুদ্ধে নিউজ করবে না।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.