মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা মাসাস ইন্টারন্যাশনাল মানবাধিকার ও সাংবাদিক সংগঠনের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ও ডাক প্রতিদিন ও কুমিল্লার আলো পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
মঙ্গলবার (১৩ জুন) দুপুর ৩টায় শোকাহত পরিবারের মরহুম মামুন সরকারের বাবা মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এমপি বাহার স্যার মুঠোফোন মামুনের ছেলে-মেয়ের খোজ খবর নেন। তিনি সংসদে থাকায় জানাযায় অংশগ্রহণ করতে পারবেনা বলে গভীর শোক প্রকাশ করেন ।পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কুমিল্লা জেলা মাসাস ইন্টারন্যাশনাল মানবাধিকার ও সাংবাদিক সংগঠন ও ডাক প্রতিদিন ও কুমিল্লার আলো পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মামুন সরকার (১৩ জুন) সকাল ৯ টা ৪৫ মিনিটের সময়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮। মামুন সরকারের বাড়ি হোমনার গাগতিয়ার দৌলতপুরে হলেও তিনি দীর্ঘ দিন কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকায় বসবাস করেন। বেশ কয়েক বছর ধরে মামুন সরকার কিডনী,লিভার ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মরহুমে কেনাজার নামাজ অদ্য বাদ আসর নামাজ পরে রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী জামে মসজিদে জানাযা নামাজ, শেষে রাজাপাড়া আবাসন কবরস্থানে দাফন করা হবে,
বিদায় কালে মামুন সরকার ৩৫ দিনের একটি মেয়ে বাচ্চাসহ ২ মেয়ে, ১ ছেলে, পরিবার ও অসংখ্য মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.