নিজস্ব প্রতিনিধি
মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ৯টায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
এই সময়ে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির পরিচালক, জাতীয় দৈনিক একুশে বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আসরাফ সরকার, দৈনিক দিনের আলো পত্রিকার সম্পাদক, মোঃ ফজলুর রহমান জুলফিকার,
দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আবুল হোসেন, অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম কাজল, মোঃ ফয়েজ উল্লাহ পাঠান, মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, মোঃ আতাউর রহমান, এ মন্নান, কে এম রেজবী, মারিয়া ইসলাম, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ সুমন, গাজীপুর জেলা কমিটি সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর কমিটির সাংবাদিক মোঃ বসির আহমেদ, নাহিদা আক্তার পপি, রাজিয়া সুলতানা তূর্ণা, মাসুদ মৃধা প্রমূখ।
এই সময়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বলেন ১৯৫২ সালে আমাদের পূর্বসূরিরা ভাষার জন্য জীবন দিয়েছে বলেই আজ আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারি। একইভাবে ৫ আগস্ট জাতিকে স্বৈরাচারমুক্ত করতে অসংখ্য প্রাণ শহীদ হয়েছে। আজ ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদেরও শ্রদ্ধা জানাই।
ভাষার জন্য বিশ্বের বহু দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের দেশের মানুষ একমাত্র বাংলা ভাষার জন্য, বাংলায় কথা বলার জন্য আন্দোলন করেছেন, বহু মা, বোন, ভাইয়ের জীবন বিলিয়ে দিয়েছেন। যা সারা বিশ্বের কাছে বিস্ময়। ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করেছে। একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে প্রেরণার উৎস।
১৯৫২ সালে ভাষার দাবিতে যে ছাত্র, শিক্ষক, জনতা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এদেশে ভাষার জন্য আমরা জীবন উৎসর্গ করেছি, যা বিশ্বের ইতিহাসে বিরল। আমরা বারবার নিপীড়িত হয়েছি এবং অন্যায়ের প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ যুব সমাজ প্রাণ দিয়েছিল রাজপথে। বায়ান্নতে যে ঘটনাটি ঘটেছিল একাত্তরেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বর্তমানে দৃশ্যমান জুলাই, চব্বিশেও একই ঘটনা ঘটেছে। আমরা বারবার প্রতিবাদ করেছি বারবার রক্ত দিয়েছি।
১৯৫২ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত প্রতিটি আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শহিদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা রক্ত দিয়েছেন তাদের একটি স্বপ্ন ছিলো। আমরা শহিদদের সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবো এ আশাবাদ ব্যক্ত করছি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.