চীনের প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিং পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের চাংচৌ সিটির তোংশান কাউন্টি পরিদর্শন করেছেন।
পরিদর্শন চলাকালে ছেনছেং টাউনশিপের আওচিয়াও গ্রাম, কু ওয়েনছাং মেমোরিয়াল হল এবং কুয়ানতি কালচারাল ইন্ডাসট্রিয়াল বা সাংস্কৃতিক শিল্প পার্ক ঘুরে দেখেন সি চিনপিং।
এখানে তিনি গ্রামীণ পুনরুজ্জীবনকে এগিয়ে নেয়া, বিপ্লবী ঐতিহ্যকে এগিয়ে নেয়া এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার স্থানীয় প্রচেষ্টা সম্পর্কে অবহিত হন।
এই উপকূলীয় শহরের জীবনযাত্রা, মৎস্যসম্পদ, বাসিন্দাদের আয় রোজগার বিষয়ে খোঁজ খবর নেন প্রেসিডেন্ট সি।
সূত্র: শান্তা-মিম, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.