মো: সালাউদ্দিন সোহাগ
চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের সহসভাপতি, ঝিলিমিলি সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের রহিমানগর প্রতিনিধি ফরহাদ চৌধুরী (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ...... রাজিউন)।
সোমবার সকাল ৫.৩০ মিনিটে কুমিল্লা একটি বেসরকারী হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি চার মাস যাবৎ বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবসস্থায় পরপারে চলে যান। উপজেলার গোহট মিয়াবাড়ির সলিম উল্লাহ চৌধুরীর ৬ সন্তানের মধ্যে তিনি তৃতীয় সন্তান।
মৃত্যুকালে তিনি ৬ বৎসরের একটি পুত্রসন্তান রেখে যান। সোমবার বিকালে মিয়া বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাযায় দৈনিক চাঁদপুর কন্ঠের সম্পাদক কাজী শাহাদাত, কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
তার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন- দৈনিক চাঁদপুর কন্ঠের সম্পাদক কাজী শাহাদাত সহ কন্ঠ পরিবার, কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সাংসদ,ঝিলিমিলি সাংস্কৃতিক সংগঠন, গোহট জনকল্যান সংঘ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিও রাজনৈতিক নেতৃবৃন্দ। তার কবরে কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ বিদায় জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.