মোঃ শরিফুল ইসলাম রাজু,
ষ্টাফ রিপোর্টার, ফেনী: আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবর ফেসবুকে প্রচার করায় ফেনীতে ২০ ছাত্রলীগের নেতা বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নরু করিম জাবেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা নেতারা হলেন, জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, রাকিব উদ্দিন। সদর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাসান আহাম্মদ। সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাসেল। ফুলগাজী উপজেলা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন। ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন রাজু। ফেনী পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. শরিফ উদ্দিন ফরহাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না। সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি। দাগনভুঞা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফজলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জোবায়েদ হোসেন বাদল। দাগনভুঞা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান। ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, মো. মোস্তাফিজুর রহমান রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি শুভ, উপ-দফতর সম্পাদক মো. আল মামুন, সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল আরাফাত, উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ। ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান।
ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের যে সকল নেতারা সাঈদীর মৃত্যুর পরবর্তী শোক প্রকাশসহ নানা কার্যক্রমে অংশ নিয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতি করার অযোগ্য। এ কারণে ফেনীতে যারা সাঈদীর মৃত্যুর পর তার পক্ষে প্রত্যক্ষ-পরোক্ষ ভূমিকা নিয়েছে। তাদেরকে বহিষ্কার করে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.