বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন স্পট সাজেকে অগ্নিকান্ডে ৪ ঘন্টায় আগুনে পুড়ছে শতাধিক হোটেল-রিসোর্ট।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পোনে ১ টার দিকে সাজেকের ইক্যোভ্যালির রিসোর্ট থেকে আগুন ছড়িয়েছে চারিদিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ, কর্টেজ ও হোটেল মালিকসহ স্থানীয়রা।
রিলাক্স সাজেক রিসোর্টের ম্যনেজার রিয়াদ জানান, সাজেকে আগুনে পড়েছে অন্তত শতাধিক এর উপরে হোটেল, মোটেল, রিসোর্ট রেস্তোরাঁসহ।
কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অফ সাজেক তথ্য ও প্রচার সম্পাদক মোঃ ফয়সাল জানান, দুুপুর পোনে ১ টার দিকে সাজেকের ইকোভ্যালিতে আগুন দেখা যায়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে রিসোর্টের চারদিকে। এসময় আগুনে পুড়েছে ইকোভ্যালি, অবকাশ, মনটানা, মেঘছুটসহ নাম না জানা অনেক রিসোর্ট।
সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়'টি নিশ্চিত করেছে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানান সরকার, এসময় তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে।
এসময় ৩১ টি রিসোর্ট, ৩৫ বসতঘর, ৭ টি রেস্তোরাঁ ও ১২ টি দোকানপাট।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.