মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ সড়কের বিভাজকে ৬৫০টি ফুলের গাছ লাগিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।শুক্রবার বিকালে ডিএসসিসি জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এর আগে সড়ক বিভাজক সংস্কার করতে গিয়ে গাছ কেটে তীব্র সমালোচনা ও আন্দোলনের মুখে পড়ে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে জানানো হয়, রঙ্গন, কামিনী, বাগান বিলাস, চন্দ্রপ্রভা (টেকোমা) ও কাঞ্চন ফুলে সাত মসজিদ সড়কের বিভাজককে সাজিয়ে তুলতে বৃহস্পতিবার রাত থেকে এসব ফুলের গাছ লাগানো শুরু হয়েছে। প্রতিটি গাছের মধ্যে চার থেকে পাঁচ ফুট দূরত্ব রেখে সাতমসজিদ সড়কের মোট ১ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের বিভাজকের মধ্যে ইতোমধ্যে ৮০০ মিটার অংশে প্রায় ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে।
সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো প্রসঙ্গে ডিএসসিসির অবকাঠামো উন্নয়ন (মেগা) প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল বাকের বলেন, আমরা সাতমসজিদ সড়কের বিভাজকে ফুলের গাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে প্রায় ১ হাজার ৫০০ গাছ লাগানো হবে। আশা করি, আগামী দুই দিনের মধ্যে সড়ক বিভাজককে ফুল গাছে সজ্জিত করার কার্যক্রম সম্পন্ন হবে।
এ সড়ক বিভাজকের ১ হাজার ৭০০ মিটার জায়গা ফুলের গাছ লাগানো এবং সেজন্য প্রয়োজনীয় ভিটি বালু, মাটি, গোবর ও সার কেনায় মোট ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে বলে জানিয়েছে ডিএসসিসি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.