আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামের আবাসিক এলাকায় সংলগ্ন কৃষি জমিতে অনুমোদনবিহীনভাবে গড়ে উঠা পুরাতন ব্যাটারি ভেঙ্গে সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসিম উদ্দিন এই ব্যাটারির সিসা তৈরির কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন।
সহকারী কমিশনার মোঃ জসিম উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এই কারখানায় পুরাতন ব্যাটারি ভেঙ্গে ব্যাটারির সিসা উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের লোকজনসহ কারখানাটি পরিদর্শনের পর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এছাড়া এই কারখানার মালিকের কাছে লিখিত নেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পুন:রায় কোন উৎপাদন কার্যক্রম শুরু করবেন না। এরপরও যদি তারা পুন:রায় উৎপাদন শুরু করে, তাহলে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
প্রসঙ্গত. দীর্ঘদিন ধরে এই কারখানাটির বিষাক্ত কেমিক্যাল এর ধোঁয়া ও এসিডের উৎকট গন্ধে এবং তীব্র শব্দে স্থানীয় লোকজন চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। এছাড়া কারখানাটি থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে আশপাশের শত শত বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। এসব কারণে সম্প্রতি এই কারখানাটি উচ্ছেদের জন্য পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানকে অভিযোগ করেন এ গ্রামগুলোর বাসিন্দারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কারখানা কিছুদিন আগে বন্ধ করে দেন। তারপরও আবারও উৎপাদন শুরু করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.