মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩ হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব। এসময় কুখ্যাত মাদক কারবারি আব্দুল আলীম মিয়া (৪২) কে গ্রেফতার করা হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) পক্ষে মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আব্দুল আলীম মিয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানিজোড়া গ্রামের আব্দুস সোবহান মিয়া ও জাহানারা বেগম দম্পতির ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরবেলার দিকে ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া নামকস্থানে আব্দুল আলীমের হেফাজতে থাকা ৩ হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃ৩ থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আব্দুল আলীম মিয়াকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Show quoted text
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.