
সান্ত্বনা
এত দুঃখ এতই যন্ত্রণা চারিদিকে যেনো হাহাকার,
বুকের পাঁজরটা ভেঙ্গে ভেঙ্গে কতইনা ছারখার।
কারো নিকট প্রকাশ করা যায়না মনো প্রাণ খুলে,
প্রদীপ শিখা নিবু নিবু বেদনার নীল নোনা জলে!
যাঁকে দেখি প্রাণ খুলে বলি বন্ধু কি মোর হবে?
স্বার্থের জন্য বন্ধুরা সবাই যায় সবাই দূরে চলে।
পর কখনো আপন হয়না জানি সবই যেনো ভুল,
সর্প হয়ে দংশন করে নির্বংশ করে জাতির কুল।
কারো পৌষমাস কারো মাঘমাস কারো শত ছলনা,
কচুপাতার পানির মতো টলমল করে ভাগ্য ললনা।
কারো পকেট গরম বলে মজলুমের সাথে প্রবঞ্চনা,
নৈতিক শিক্ষায় শিক্ষিত যাঁরা তারাই দেয় সান্ত্বনা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.