শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্বরনে দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ফয়লা রোডস্থ্য বিএনপির দলীয় কার্ষালয়ে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ন আহব্বায়ক সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ।
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক মিজানুর রহমান লাল্টুর সভাপতিত্বে মরহুম বেল্টুর স্বরনে আলোচনাতে অংশ নেন, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক তবিবর রহমান মিনি, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন ও সাবেক ছাত্র নেতা আশরাফুজ্জামান লাল সহ থানা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিএনপি থেকে নির্বাচিত ৪ বারের সাবেক সংসদ সদস্য মরহুম বেল্টুর জীবনী কর্মকান্ডের উপর আলোকপাত করেন। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরান খতম ও দোয়া মাহফিল করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.