সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) কে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেন। রাতেই তাকে সরাইল থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়।
সোমবার (৭ অক্টোবর) উম্মে ফাতেমা নাজমা বেগম কে আদালতে প্রেরণ করা হয়। আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়, আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, উম্মে ফাতেমা নাজমা বেগমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭অক্টোবর) দুপুর ১২ টায় তাকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য: গত ৩ সেপ্টেম্বর উম্মে ফাতেমা নাজমা বেগম, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা করা হয়। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। উক্ত মামলার ৪ নং আসামী হিসেবে শিউলি আজাদ এমপিকে গ্রেপ্তার করা হয়।
সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের স্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.