মোঃ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সাভারে যমুনা লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সাভার সার্ভিস সেন্টারে মরহুম আমিনুর ইসলাম এর নমিনির হাতে ৬ লক্ষ ২৭ হাজার ৪৩০ টাকা ও মরহুমা নিপু আক্তার এর নমিনির হাতে ৩৬ হাজার ৯৬০ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হয়।
এসময় পাঁচ জন বীমা গ্রাহক বার্ষিক প্রিমিয়াম প্রদান করায় তাদেরকে পুরুষ্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডঃ বিশ্বজিৎ কুমার মন্ডল ও উপব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন গাজী।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.