মনিহার মনি, ঢাকা
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শনিবার সারা দেশে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দৈনিক মুক্তির লড়াই'র ঢাকার প্রধান কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি'র সভাপতিত্বে এক আলোচনা সভায় ও কেক কাটা মধ্য দিয় মূল অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্তির লড়াই প্রধান সম্পাদক প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী, নির্বাহী সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূইয়া, সহকারী সম্পাদক এম এ আকরাম, মফস্বল সম্পাদক সরকার জামাল, দৈনিক বাংলার দূত সম্পাদক তুহিন ভূইয়া, কবি ডাঃ জানাতুল ফেরদৌস, সাংবাদিক মাইনুল মিসির, আয়েশা সিদ্দিকা, আসমা, মুক্তার হোসেন, প্রমূখ।
উল্লেখঃ ২০০২ সালে সাপ্তাহিক হিসেবে মুক্তির লড়াই যাত্রা শুরু করে। দীর্ঘ ২১ বছর এটি মুক্তি কামী জনতার কথা বলে ২১ সালে দৈনিক হিসেবে পাঠকের প্রিয় পত্রিকায় পথ চলছে।
অনুষ্ঠানে উপস্থিত সকলে দৈনিক মুক্তির লড়াইয়ের জন্য শুভকামনা করেন। কেক কাঁটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
পরে বিসিসি রোড, ঠাটারি বাজারে জাগ্রত মঞ্চে আলোচনা অনুষ্ঠান ও কেক কাঠা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, প্রফেসর নজরুল ইসলাম তামিজি, সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি, মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, এম এ আকরাম, মহিউদ্দিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এছাড়া সুনামগঞ্জ, কুমিল্লা, ঝিনাইদহ, বরুড়া, গাজীপুর, চট্টগ্রাম, মিরপুর গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলা ও উপজেলা শহরে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.