ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি। অবরোধ কর্মসূচির আগের দিন আজ সোমবার বিকেল থেকে রাজধানীসহ সারা দেশে মোট পাঁচটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। মোহাম্মদপুরে ‘মিডলাইন’ বাসে আগুন দেওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, রাজধানীতে তিনটি, আশুলিয়ায় একটি ও ফেনীতে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে রাত সাড়ে ৮টায় রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবাহনের একটি বাসে ও বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া আশুলিয়ায় কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘ইতিহাস’ পরিবহনের একটি বাস এবং ফেনীতে আরও একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ, এম আজিমুল হক বলেন, রাতে মোহাম্মদপুর তিন রাস্তা স্ট্যান্ড এলাকায় ‘মিডলাইন’ নামে একটি বাসে আগুন দেওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। তাঁদের মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।
https://youtu.be/-Ur79hfQsxI?si=Oez6dvzBJ57SfOtQ
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.