গত ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার বেইজিংয়ে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন সামরিক উস্কানি, তাইওয়ান যে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ, এ সত্য ও বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাপানের নেতৃবৃন্দের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতি সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, বিবৃতির সংশ্লিষ্ট অংশে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে এবং চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। বেইজিং এতে তীব্রভাবে অসন্তুষ্ট এবং এর বিরোধিতা করছে।
মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান। মার্কিন সামরিক উস্কানি এ বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। বরং, এ ধরনের আচরণ আন্তর্জাতিক সমাজের সামনে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতিকেই প্রকাশ করছে। তাছাড়া, মার্কিন আচরণ চীনা জনগণের দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মাতৃভূমির সম্পূর্ণ একীকরণ বাস্তবায়নের দৃঢ়তাকেও বাড়াবে।
তিনি আরও বলেন, চীনা গণমুক্তি ফৌজ অব্যাহতভাবে সামরিক প্রস্তুতি নেবে, দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা করবে।
সূত্র:আকাশ-আলিম-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.