স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) সকাল ১০ টায় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের সিংগুর গ্রামে প্রতিষ্ঠিত সাহস স্কুলের ছাত্রছাত্রীদের মাঝ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাহস এর পরিচালক জনাব খায়রুল এনাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে সাহস স্কুলের ছাত্র আবু হামিম মাহী ও গীতা পাঠ করে সোহা চক্রবর্ত্তী। এরপর সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহস স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার চাঁপা, সহকারী শিক্ষক শাহনাজ আক্তার, সাহস এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা ও সাহস স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শামীমা ইয়াছিন। বক্তারা সকল উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন- বছরের এই দিনে শিশুরা সারা বছরের লেখাপড়ার একটি মূল্যায়ন পত্র হাতে পায়। এর মধ্য দিয়ে তাদের লেখাপড়ার মান ও অগ্রগতি প্রতিফলিত হয়। জীবনে এমন অনেক পরীক্ষার মধ্য দিয়েই একজন শিক্ষার্থী তার প্রাতিষ্ঠানিক যোগ্যতার পরিচয় বহন করে থাকে। জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে সু শিক্ষার কোনো বিকল্প নেই। সাহস স্কুল দীর্ঘ ১৭ বছর ধরে সুনামের সাথে শিশুদের শিক্ষা প্রদান করে যাচ্ছে। এই গ্রামে এমন একটি আধুনিক মানের স্কুল প্রতিষ্ঠায় যে মানুষটি এগিয়ে এসেছেন তিনি নাজমুল হুদা রতন। তাঁরনসুদূরপ্রসারী ভাবনার সফল বাস্তবায়নই এই স্কুল। সবাই তার প্রতি কৃতজ্ঞতা জানান। আলোচনা শেষে শিশুদের চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও শতভাগ ক্লাসে উপস্থিতি ও শ্রেণির শ্রেষ্ঠ ছাত্রছাত্রীদেরকেও পুরস্কার দেয়া হয়। শীতের কুয়াশা ঘেরা সকাল আর মিস্টি রোদের উষ্ণতায় স্কুলের খোলা মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠান সবাই দারুনভাবে উপভোগ করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.