স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের সিংগুর গ্রামে প্রতিষ্ঠিত সাহস ইন্টেলেক্ট ডেভেলপমেন্ট স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাহস স্কুল মাঠে এই প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৩।
সকালে মিনি বারে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন 'স্বাবলম্বী হবো সবাই' সাহস এর পরিচালক খায়রুল এনাম আলম। খেলা শুরুর প্রাক কালে তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে সহায়ক। সাহস স্কুল সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ বছরই স্কুলের ছেলে মেয়েদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন হচ্ছে ফুটবল খেলা, যেখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশগ্রহণ করেছে। এরপর সকাল ১০ টায় শুরু হয় খেলা। উক্ত খেলায় ছেলে-মেয়েরা দারুন ক্রীড়া নৈপুণ্য দেখায়। ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয় আবদুল্লাহ র দল এবং রানার্সআপ আপ হয় আহমেদ ইলিয়াস এর দল। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় মাহীর দল এবং রানার্সআপ হয় জান্নাত এর দল। উক্ত খেলায় স্কুলের সকল ছাত্রছাত্রীদের উপস্থিতি ও আনন্দ- উদ্দীপনা খেলোয়াড়দের যেমন অনুপ্রেরণা যোগায় তেমনি পরবর্তী বছর খেলায় অংশগ্রহণ করার ব্যপারেও ছাত্রছাত্রীদের উৎসাহ যোগায়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাহস স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার চাঁপা। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষকমন্ডলী। খেলাটি পরিচালনা করেন সাহস স্কুলের প্রাক্তন ছাত্র সাখাওয়াত হোসেন আলভী। পরিশেষে সাহস এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, একজন শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড ও ক্রীড়ায় অংশগ্রহণ যেমন শিশুদের মেধা ও মননের পরিপূর্ণ বিকাশে সহায়ক তেমনি, তাদের বেড়ে উঠার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে।
চ্যাম্পিয়ন দলে ছিলো - আবদুল্লাহ (অধিনায়ক), রাফসান,মাহিম, রাতুল ও সাইফ। রানার্সআপ দলে ছিলো আহমেদ ইলিয়াস (অধিনায়ক), জিসান, ঈশান,মাহিদ ও ফাহাদ। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন দলে ছিলো- মাহিয়া মাহি (অধিনায়ক), ফাইজা, সিনথীয়া, ফাতেহা ও উম্মে হানি। রানার্সআপ জান্নাত (অধিনায়ক), নিঝুম, স্নেহা, মানহা ও মীম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.