
শুক্রবার কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের সিংগুর গ্রামের সাহস মিলনায়তনে সিংগুর সূধী সংঘের আয়োজনে হতদরিদ্রদের মাঝে সেমাই, চিনি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের প্রাক্কালে সিংগুর সুধী সংঘের সভাপতি ইদ্রিস মিয়া উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন - সিংগুর সুধী সংঘ প্রতি বছর এ ধরণের আয়োজন করে থাকে। সব সময় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন সাহস আছে বলেই আজ আমরা এত সুন্দর পরিবেশে এই কার্যক্রম পরিচালনা করতে পারছি। তিনি সুধী সংঘের সকল শুভাকাঙ্ক্ষীদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি সকলের জন্য শুভ কামনা করেন। এরপর সাহস এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা সবাইকে সাহস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি সিংগুর সুধী সংঘের উচ্চ প্রশংসা করে বলেন এই সংঘ অনেক আগে থেকেই মানুষের জন্য নিবেদিত। ঈদে সকলের মুখে একটু হাসি ফোটানোর প্রচেস্টায় আজ সাহস মিলনায়তনে মিলিত হয়েছে। তিনি সিংগুর সুধী সংঘের সভাপতি সহ সংশ্লিষ্ট সকলকে ঈদ শুভেচ্ছা জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহস এর পরিচালক খায়রুল এনাম আলম, দেওয়ান আলী, বাচ্চু মিয়া প্রধান, স্বপন চন্দ্র দে সহ গ্রামের অনেক সুধী মানুষজন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.