নাটোরের সিংড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব অসহায় ও নিম্ন আয়ের পেশাজীবি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ বাজারে শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি সৌরভ সোহরাবের সভাপতিত্বে ও ২ নং ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হাশেম আলীর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, আয়েশ গ্রামের প্রবীণ আওয়ামীগ কর্মী আলাউদ্দিন আকন্দ, শেখ বাহা উদ্দিন, দেলমামুদ মোল্লা, শফিকুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল জোব্বার, শেখ রাসেল স্মৃতি সংঘের মানিক শেখ ফরিদুল ইসলাম, ও ২ নং ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সোহাগ হোসেন রিয়াদ প্রমূখ।
বক্তারা বলেন এ ধরনের উদ্যোগ আগামীতে আরও বড় পরিসরে করা হবে যাতে গরীব অসহায় মানুষ গুলোর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।
অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন আয়েশ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জালাল উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.