সিন্নি নিয়ে কাড়াকাড়ি
আব্দুস সাত্তার সুমন
সিন্নি নিয়ে কাড়াকাড়ি
নামাজ পড়তে এসে,
লোভের চিন্তায় মসজিদ ঘরে
ফন্দি পেতে বসে।
ফজর-যোহর ফাঁকিবাজি
ঘুমের দেশে কাতর,
আসর-মাগরিব ছলনাতে
গায়ে মেখে আতর।
ভয় করেনা প্রভু তোমায়
নামাজ ছেড়ে বাসায়,
মসজিদ কোণে ঠোকর মারে
তবারকের আশায়।
রোজার মাসে আসলে পরে
মসজিদ ঘরে আসে,
ইফতার খাবে লোভী মানুষ
এটাই ভালোবাসে।
হালাল রিজিক খেতে হবে
কলব হবে ঘৃত,
শুদ্ধ চিন্তা করে আসো
অন্তর হয় না মৃত।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.