মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে বরাবরের মত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাহ'র এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, ঢাকা মহানগর দক্ষিন জাসদের সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
আলোচনাসভায় বক্তারা সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক, মহান বিপ্লবী, মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একদিকে যেমন সিপাহী-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য ঘটনা হিসাবে চিন্থিত হয়ে আছে, ঠিক তেমনই অন্য দিকে সিপাহী-জনতার অভ্যূত্থানের সাথে, বিপ্লবী সিপাহীদের সাথে বিশ্বাসঘাতক করে সাজানো সামরিক আদালতে মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে সিপাহী-অভ্যূত্থানের মহানায়ক কর্নেল আবু তাহেরকে ফাঁসিতে হত্যা এবং জাসদনেতা মেজর জলিল, আ স ম আবদুর রব, হাসানুল হক ইনুকে দীর্ঘমেয়াদি কারাদন্ড দেয়ার ঘটনা বিশ্বাসঘাতকতার কলংকজনক অধ্যায় হিসাবে চিন্থিত হয়ে আছে।
বক্তারা বলেন, দেশকে রাজনীতিশূন্য করা, বিরাজনীতিকরণ এবং মাইনাস ফর্মুলা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। বক্তারা জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং রাজনৈতিক নেতাদের নামে দায়ের করা ঢালায় মিথ্যা মামলায় সাজানো আদালতে প্রহসণমূলক বিচার বন্ধ করার দাবি জানান। বক্তারা বলেন, দেশের বর্তমান অবস্থাকে মবের মুল্লুক হিসাবে চিন্থিত করে বলেন, দেশে চলমান রাজনৈতিক শূণ্যতা, শাসন শূণ্যতার অবসান ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে, নির্বাচিত সাংবিধানিক সরকারের হাতে দেশের শাসনভার ন্যাস্ত করার কোনো বিকল্প নাই। বক্তারা, দেশে হিন্দু সম্প্রদায়ের উপর সুপরিকল্পিত রাষ্ট্রীয় রাজনৈতিক নিপীড়ন বন্ধ করার দাবি জানান।
বক্তারা বলেন, রাষ্ট্র-রাজনীতি-সমাজ-সংস্কৃতি-অর্থনীতিতে বিদ্যমান সকল ধরণের বৈষম্যের অবসানে দেশকে সমাজতন্ত্রের পথে পরিচালিত করার সংগ্রামে সাম্যবাদী, সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.