মোঃ শাহাদত হোসেন ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ৪ কেজি ৮শত গ্রাম গাঁজাসহ জিবলু মল্লিক(৪২) নামের ১ মাদক ববসায়ীকে আটক করেছে র্যাব ১২এর অভিযানিক দলের সদস্যরা।
সন্ধায় এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়-১৭ ডিসেম্বর সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে,সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে গোলচত্বর এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিঃ(পেট্রো বাংলা) সয়দাবাদ ভাল্ব ষ্টেশন এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ৮শত গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২’র সদস্যরা।
আটক মাদক ব্যাবসায়ী জিবলু মল্লিক(৪২) বগুরাড়ার শ্রীপুর থানার কাদিরপাড়া গ্রামের মৃত তাসু মল্লিক এর ছেলে।
আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চত করেছেন-র্যাব ১২’র ভারপাপ্ত কোম্পানী কমান্ডার,লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মোঃ আবুল হাসেম সবুজ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.