মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া ঝলম রোডের পাশে গোসল করতে এসে জিসান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসম আরো ২ কিশোর গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২৩ এপ্রিল ২৫ ইং বুধবার আনুমানিক ১ ঘটিকায় বরুড়া ঝলম রোডের বরুড়া নামক স্থানে ৪ কিশোর মসজিদের পুকুরে গোসল করে। ঐ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ ভ্যান উল্টিয়ে রাস্তা থেকে পুকুরে ছিটকিয়ে পড়ে। ঘটনা স্থলে পুকুরে গোসল রত অবস্হায় জিসান নামের ১ কিশোর মারা যায়। সে বরুড়া গ্রামের মোঃ ফারুক হোসেন এর ছেলে।
ঐ সময় একই গ্রামের আক্তার হোসেন এর ছেলে মেহেদী হাসান ( ১১) মাসুদ আলম এর ছেলে মাহফুজ আলম (৮) আহত হয়। ঐ সময় পুকুরের মাঝখানে থাকা রাফি নামের এক কিশোর বেঁচে যায়।
দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সাথে সাথে এসে পুরো পুকুর তল্লাশি করে নিশ্চিত হন আর কোন আহত কিংবা নিহত আছে কিনা।
আহত মেহেদী নামের কিশোর জানান, তারা ৪ জন পুকুরে গোসল করছিলো। কিভাবে কেমনে গাড়িটি পুকুরে এসেছে আমরা দেখিনি। জিসান মারা গেছে শুনেছি। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাজী নাজমুল হক জানান, ঘটনার শুনার সাথে সাথে পুলিশ ঘটনার স্হলে গিয়েছে। প্রয়োজনীয় তথ্য উপাত্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.