২২ অক্টোবর,(বুধবার) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং পিন অস্ট্রেলিয়ার সামরিক বিমানের চীনের সি সা দ্বীপপুঞ্জের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশের বিষয়ে বলেন, অস্ট্রেলিয়াকে অবিলম্বে উস্কানি ও অপপ্রচার বন্ধ করতে হবে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানায়, ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার একটি সামরিক বিমান দক্ষিণ চীন সাগরে টহলের সময় চীনা সামরিক বিমান 'অনিরাপদ ও অপেশাদার আচরণ' করে অস্ট্রেলিয়ার বিমানের জন্য 'বিপদ সৃষ্টি করেছে'।
এর জবাবে চীনা মুখপাত্র জানান, এটি সম্পূর্ণভাবে 'সঠিক-বেঠিক গুলিয়ে ফেলার' মতো। তিনি বলেন, তারা তাদের সামরিক বিমানের অবৈধ প্রবেশের কার্যক্রম আড়াল করার চেষ্টা করছে। মুখপাত্র আরও বলেন, ‘আমরা এতে অত্যন্ত অসন্তুষ্ট এবং অস্ট্রেলিয়ান পক্ষের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছি।’
তিনি জোর দিয়ে জানান, গণ-মুক্তিফৌজের সাউদার্ন থিয়েটার কমান্ডের নৌ ও বিমানবাহিনীর সংশ্লিষ্ট কার্যক্রম ছিল যথাযথ, বৈধ, পেশাদার ও সংযত। তিনি জানান, চীনা সশস্ত্রবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অব্যাহতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত রোববার অস্ট্রেলিয়ার একটি পি-৮এ সামরিক বিমান অনুমতি ছাড়াই চীনের সিসা দ্বীপপুঞ্জের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করে। এর প্রতিক্রিয়ায়, পিএলএ (গণ-মুক্তিফৌজ) নৌ ও বিমানবাহিনী আইন অনুযায়ী বিমানটিকে ট্র্যাক করে, সতর্ক করে এবং এলাকা থেকে তাড়িয়ে দেয়।
সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.