চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ১ থেকে ২ ফেব্রুয়ারি থিয়ানচিন মহানগর পরিদর্শন করেন।তিনি থিয়ানচিনে চীনের বিভিন্ন জাতির মানুষকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান।
সিছিং এলাকার সিনখৌ থানা হলো থিয়ানচিন শহরের গুরুত্বপূর্ণ সবজি ঘাঁটি। গতবছর বন্যায় থানাটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। সি চিন পিং এলাকাটি পরিদর্শন করেন। সবজির গ্রিনহাউসগুলো এরই মধ্যে বন্যার ধাক্কা সামলে উঠেছে।
সি চিন পিং থিয়ানচিন প্রাচীন সাংস্কৃতিক সড়কও পরিদর্শন করেন। এখানে বিভিন্ন বিখ্যাত দোকান রয়েছে। স্থানীয় সংস্কৃতি ও পণ্য অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। এখানে এসে সি বলেন, চলতি বছর হলো ড্রাগনবর্ষ। চীনা সংস্কৃতিতে ড্রাগনের একাধিক অর্থ রয়েছে, যেমন সাহসিকতা, অন্তহীন জীবনীশক্তি এবং সৌভাগ্য। শুক্রবার সকালে সি চিন পিং ফিংচিন যুদ্ধজাদুঘর পরিদর্শন করেন। তিনি চীনা বিপ্লবি যুদ্ধের ইতিহাস জানার ওপর গুরুত্ব আরোপ করেন।
এদিন তিনি থিয়ানচিন ‘বুদ্ধিমান শূন্য কার্বন’ বন্দরও পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, থিয়ানচিনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে; বেইজিং, থিয়ানচিন ও হ্যেপেই’র যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। থিয়ানচিনের সাথে বেইজিংয়ের বৈজ্ঞানিক সহযোগিতার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.