জাকারিয়া জাকির, ব্রাহ্মণবাড়িয়া: বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের তিন দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতে গেছে। বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে দলটি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌঁছায়।
প্রতিনিধিদলটি আখাউড়া-আগরতলা চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে পৌঁছলে ভারতের ত্রিপুরা রাজ্যের গকূলনগর বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেক্টর কমান্ডার রাজেশ কুমার তাদের ফুলেল শুভেচ্ছা এবং উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান।
পরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধিদলকে গার্ড অব অনার দেওয়া হয়।
বিজিবির দক্ষিণ-পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী নেতৃত্বে বিজিবির ১৩ সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি কাকলী সাহাসহ ১২ বিজিবি কর্মকর্তা রয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। আলোচনা শেষে প্রতিনিধিদলটি ৯ নভেম্বর বিকালে আখাউড়া চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবে।
বৈঠকে সীমান্ত পথে অবৈধ অস্ত্র, অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধ এবং আগরতলা শহর থেকে নেমে আসা বর্জ্য মিশ্রিত কালো দূষিত পানিসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলেও জানা গেছে।
প্রতিনিধিদলে বিজিবি চট্টগ্রাম ছাড়াও ময়মনসিংহ, সিলেট, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের রিজিয়ন ও সেক্টর কমান্ডাররা রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.