পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরের আহম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন মিয়া (৬২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তিনি আহম্মদপুর গ্রামের মরহুম ইয়াদ আলী মিয়ার ছেলে।
রোববার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলাধীন আহম্মদপুর বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোববার সকাল ৭টার দিকে উক্ত জালাল উদ্দিন মিয়া বাড়ি থেকে কাশিনাথপুর বাজারে যাওয়ার জন্য ওই স্থান দিয়ে সড়ক অতিক্রম করছিল। এ সময় ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস তাকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.