
সুদের টাকায় আমল
আব্দুস সাত্তার সুমন
সুদ খাব না, সুদ দিবোনা
বলি এমন কথা,
সুদের টাকায় বসতবাড়ি
ব্যবসা করে যথা।
রবের সাথে যুদ্ধ করে
কাবা ঘরে গিয়ে,
ওমরা, হজ্বের, কোরবানিতে
সুদের টাকা দিয়ে।
খাইনা আমি সুদের টাকা
পরিশোধে আছি,
নামাজ কালাম ধ্বংস কিসের?
অমন চিন্তায় বাঁচি!
ভদ্র সে যে আমল করি
নামাজ কালাম জানো!
কোরআন হাজার পড়ো শত
যদি তাতে মানো?
আল্লাহ আল্লাহ করো তুমি
পর্দার বিধান বলো,
অসৎ কর্ম পিছন ছেড়ে
সঠিক পথে চলো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.