এরশাদুল হক, ভ্রাম্যমান প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ ০১ জনে গ্রেফতার করেছে র্যাব-৯ সিপিসি-৩।
বুধবার গোপন সূত্রে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন চিনাকান্দি বাজার এলাকায় একটি দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক ৬.৩৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে একটি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর বিদেশী মদ রয়েছে।
পরবর্তীতে তার দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ কামাল মিয়া (২০), পিতা-মোঃ আঃ লতিফ, সাং- উত্তর কাপনা (গুচ্ছগ্রাম), থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.