এরশাদুল হক, ভ্রাম্যমান প্রতিনিধি
সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেজে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প প্রেস ব্রিফিং করেন।
সুনামগঞ্জ র্যাব-৯, প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।
প্রায় ৫/৬ মাস আগে সুনামগঞ্জের সদর উপজেলার রাধানগর সাকিনে মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান করে বিভিন্ন এলাকায় অফিস ভাড়া নিয়ে ব্যবসার নামে প্রতারণা চালিয়ে আসছে।
তদন্তে আরও উঠে আসে, চক্রের সদস্যরা একাধিক জেলায় একই কায়দায় ভুয়া ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার সি: সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন এবং গাইবান্ধা র্যাব-১৩ যৌথ অভিযানে ১১ নভেম্বর মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার সি: সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন- ১. মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), পিতা- আবুল হাসেম, সাং বাসুরদিয়ার, কিশোরগঞ্জ, ২. মোছা: শাহানা পারভীন (৪৩), পিতা- আব্বাস উদ্দিন,নিকলী, ৩. মো: মশিউর রহমান ওরফে মাসুক (৩০), পিতা হেকিম মিয়া, কিশোরগঞ্জ ৪. শফিউর রহমান (২৬) পিতা- আ: হেকিম, ৫. রিনা আক্তার (২০), স্বামী - শফিউর রহমান, উভয় সাং রঘুনন্দন পুর, কিশোরগঞ্জ ৬. নারগিস আক্তার (৩৪), স্বামী - রফিকুল ইসলাম, সাং বাসুরদিয়ার, কিশোরগঞ্জ।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৭/২৭০, তারিখ-১৭/০৯/২০২৫, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড)। মামলার তদন্ত চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের আহ্বান, কেউ যেন ভুয়া ব্যবসা বা বিনিয়োগের প্রলোভনে না পড়ে। জনগণকে সচেতন থাকতে ও সন্দেহজনক কার্যক্রমের তথ্য নিকটস্থ র্যাব অফিসে জানাতে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.