এরশাদুল হক, ভ্রাম্যমাণ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে সুরমা নদী থেকে ভারতীয় ৩১টি গরু একটি স্টিলের নৌকা আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই মাহমুদুল ও সহযোগী পুলিশ টিম ।
পুলিশ জানায়, নদীপথে ভারতীয় গরু অবৈধভাবে গরু পাচারের সময় সন্দেহজনক একটি স্টিল নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় নৌকায় থাকা ভারতীয় ৩১টি গরুর সঙ্গে কোনো ধরনের বৈধ কাগজপত্র কিংবা ক্রয়-বিক্রয়ের রশিদ পাওয়া যায়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, আটককৃত গরুগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.