মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
সুন্দরগঞ্জ থানার এফআইআর নং-১২, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) সংক্রান্তে পুলিশ সোমবার রাতে অভিযানে পরিচালনা করে উপজেলার মজুমদার হাটের খামার ধুবনী এলাকা হতে ৮০ (আশি) লিটার দেশীয় চোলাই মদ এবং মদ রাখার সামগ্রী সহ শ্রী হিরালাল রবিদাশ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ।শ্রী হিরালাল রবিদাশ ঔই এলাকার মৃত সুমারু রবিদাশের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.