অতনু চৌধুরী (রাজু), বাগেরহাটঃ
সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ টুরিস্টের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল সাড়ে ১১ টায় সুন্দরবনের কচিখালী ডিমের চর সংলগ্ন এলাকায় নদীতে গোসলের সময় ১ জন টুরিস্ট নিখোঁজ হয়। টুরিস্ট জাহাজ উক্ত বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী কর্তৃক একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান আরম্ভ করে। পরবর্তীতে গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রবিবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল নিখোঁজ টুরিস্টের মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মৃতদেহ মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.