অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ২'টি এক নলা বন্দুক ও ৪'রাউন্ড কার্তুজ'সহ কুখ্যাত ডাকাত আসাবুর ও তার সহযোগী আটক।
মঙ্গলবার(১২'নভেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ শামসুল আরেফীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে চলাকালীন উক্ত এলাকা হতে মোস্ট ওয়ান্টেড ও দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা(৪২) ও তার সহযোগী মোঃ আলমগীর মীর (২৮) কে ২'টি একনলা বন্দুক ও ৪'রাউন্ড কার্তুজ'সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত ডাকাতরা খুলনা জেলার দাকোপ থানাধীন সুতারখালী গ্রামের বাসিন্দা।
আটককৃত আসাবুর'সহ তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল বা তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১'টি অবৈধ অস্ত্র মামলা ও ২'টি ডাকাতির মামলা'সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
জব্দকৃত অস্ত্র ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দাকোপ থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.