সুন্দরী বউ
আব্দুস সাত্তার সুমন
হলুদ কাঁচা আলতা মাখা
দুধে মালাই গড়ন,
হাতটি তাহার শিউলি ডগা
কালো কেশের বরণ।
সুন্দরী বউ আলোকিত
তুলোর মতন মনটি,
মুচকি হাসির শরাব পিলায়
ব্যস্ত তাহার দিনটি।
সূর্যকিরণ লমহ বাহার
সাদা আভায় মন্ত,
চক্ষু যুগল টানা ডাগর
হীরা খুঁচি দন্ত।
পুষ্পরাজী সুবাস ছড়ায়
পঞ্চ ফিটের উচ্চ,
হাসি যেন নূরের ঝলক
হৃদয় তাহার স্বচ্ছ।
গলায় মালা গন্ধরাজে
মেশকো আম্বার দেহ,
হুর পরীদের অঙ্গ ভূষণ
মুক্তবিলায় কেহ...
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.