চট্টগ্রাম নগরীর হালিশহরে "সুপার স্পোর্টিং ক্লাব" টানা তৃতীয়বারের মতো মাসব্যাপী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ রাত ৯ টায় নগরীর হালিশহর বি ব্লক "শপলা মাঠে" জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলার আসর বসে। মাসব্যাপী ৩২ টিমের খেলা শেষে ফাইনাল রাউন্ডে উঠে আসে পাহাড়তলী সুপার কিং ও হালিশহর স্ট্রাইকার্স।
পাহাড়তলী সুপার কিংস এর জয়ের মাধ্যমে "সুপার স্পোর্টিং ক্লাব"এর আয়োজিত ফাইনাল খেলার সমাপ্তি ঘটে।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সদস্য সালেহ আহমেদ দীঘল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক "গ" ইউনিট" ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মাহবুবুর রহমান যুগ্ন আহবায়ক বঙ্গবন্ধু স্মৃতি সংসদ পাঠাগার, মহানগর
যুবলীগ নেতা সাইফুল ইসলাম রবিন, ফরহাদ উদ্দিন জিতু সভাপতি ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগ, হাফিজ সাইদ, নাজমুল হাকিম, ডাক্তার মাসুদ।
কাউন্সিল লায়ন ইলিয়াস বলেন, তারুণ্যের প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা যেমন শরীরকে সুস্থ-সবল রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে, প্রশস্ত করে,সেই সংগে লেখাপড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।
টুর্নামেন্ট এর আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ সামাদ উল্লাহ, ফুয়াদ হাসান, তরিকুল ইসলাম,
মোঃ সাকিব উল্লাহ,সাদমান জুবায়ের, রাসেদ, তারেক, তন্ময়, সাহেদ, তাওসিফ, হাসান, রিসালাত, মোঃ সাইদ, মোঃ আসিফ সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.