মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর (নোয়াখালী)
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) পূর্ব চরবাটাতে স্থানীয় কৃষক সদস্যদের নিয়ে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ডেপুটি ডিরেক্টর ডিপার্টমেন্টাল অপ এগ্রিকালচার (DAE) সহীদুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া ভাইস সেঞ্চেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, গাজীপুর।
এতে স্বাগত বক্তব্য রাখেন, সেলিম রেজা হাসান কান্ট্রি ম্যানেজার সলিডারিডেড নেটওয়ার্ক এশিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শহিদুজ্জামান ক্যান্ট্রি হেড (HSBC), সাইফুল খালেদ গ্রুপ ডিরেক্টর নারিশ, মোঃ হারুন অর রশিদ উপজেলা কৃষি অফিসার সুবর্ণচর প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রতিনিধিগণ, জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক কৃষাণী।
এ সময় বক্তারা বলেন, বিইউ-২ বিইউ-৪ সয়াবিন অন্য সয়াবিনের চেয়ে বড় এবং এতে কৃষকরা বেশি লাবজনক হয়। তারা আরো বলেন, সয়াবিন চাষ করে বাংলাদেশের সোনালী ফসল পাটের মত সোনালী সয়াবিনে পরিণত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.