মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ।
সোমবার (১১ ই মার্চ) রাত ৮ টায় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ভোরের কাগজ সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ও সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবু লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের নতুন সময় সুবর্ণচর সুবর্ণচর প্রতিনিধি মো. আবুল বাসার, যায়যায় দিন প্রত্রিকার সুবর্ণচর প্রতিনিধি আব্দুল বারী বাবলু, মাইটিভির সুবর্ণচর প্রতিনিধি মো. আবদুল কাইয়ুম, ডেইলী অবজারভার সুবর্ণচর প্রতিনিধি ও বাংলা ৭১ জেলা প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমন,
আজকের পত্রিকা প্রতিনিধি মোজাহিদুল ইসলাম সোহেল, দৈনিক আজকের পৃথিবীর প্রতিনিধি কামাল চৌধুরী, দৈনিক মানবজমিন সুবর্ণচর উপজেলা প্রতিনিধি মো. ছানা উল্যাহ,
কালবেলা প্রতিনিধি দিদারুল আলম, বাংলা বর্ণমালার সুবর্ণচর প্রতিনিধি মো. হানিফ মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভায় আবদুল্লাহ আল মামুন জাবেদ বলেন, স্মার্ট দেশ গঠনে স্মার্ট তরুনরা এগিয়ে আসা উচিত, দেশের সার্বিক উন্নয়ন, অবকাঠামো গঠনে দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, ডিজিটাল থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছি, মানুষের সেবা, উন্নয়ন, শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে তরুণ-যুবকদের নেতৃত্বে আসা সময়ের প্রয়োজন।
পরে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষনা করেন, এবং ড় উপজেলা সকল গণমাধ্যম কর্মিদের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচিত হলে সুবর্ণচরে উন্নয়নে অবদান রাখার ওয়াদাও করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.