প্রেস বিজ্ঞপ্তি
সুবিধাবঞ্চিত ও ভাসমান শিশুদের মুখে হাসি ফোটাতে, তাদের জীবনে আনন্দ ও ভালোবাসার মুহূর্ত যোগ করতে অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) আয়োজন করেছে দিনব্যাপী উৎসব ‘হ্যাপি হার্টস ডে’।
ঢাকার ধামরাইয়ের মনোরম পরিবেশে অবস্থিত মোহাম্মদী গার্ডেন অ্যান্ড অ্যাগ্রো, মহিষাশি এলাকায় অনুষ্ঠিত এই আনন্দমুখর আয়োজনে অংশ নেয় লিডোর তত্ত্বাবধানে থাকা প্রায় ৩০০ সুবিধাভোগী শিশু-কিশোর। সকাল থেকে বিকেল পর্যন্ত চকলেট দৌড়, পিলো পাসিং, দলীয় খেলা, নাচ, গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল দিনটি।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল—সুবিধাবঞ্চিত শিশুদের সামাজিক অন্তর্ভুক্তি, মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা। এতে অংশ নেয় “স্কুল আন্ডার দ্য স্কাই”, “ট্রানজিশনাল শেল্টার সেতুবন্ধন” এবং “পিস হোম”-এর শিশুরা, যারা প্রতিদিনই সংগ্রামের মধ্যেও নতুন স্বপ্ন দেখছে একটি নিরাপদ ভবিষ্যতের।
২০০০ সালে প্রতিষ্ঠিত লিডো গত প্রায় আড়াই দশক ধরে পথশিশু, নিখোঁজ ও পাচার হওয়া শিশু, এবং পরিবারহারা শিশুদের উদ্ধার, পুনর্বাসন ও শিক্ষা-স্বনির্ভরতার সুযোগ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৩০ থেকে ৩৫ হাজারেরও বেশি শিশুর জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন, “প্রায় আড়াই দশক ধরে আমরা সেই শিশুদের পাশে আছি, যাদের কেউ নেই। এ বছর ৩০০ শিশুর মুখে হাসি ফোটাতে পেরেছি—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আগামীতে আরও অনেক শিশুর জন্য কাজ করতে চাই। রাষ্ট্র যদি এই শিশুদের দায়িত্বের অংশীদার হয়, তবে তারাও একদিন দেশের সম্পদে পরিণত হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডোর নির্বাহী বোর্ড মেম্বার তুষার আহমেদ ইমরান, Friends of Street Children Bangladesh-এর চেয়ারম্যান মাইক শেরিফ, লিডোর অর্থ ও প্রশাসন পরিচালক মুর্শিদা আক্তার কান্তা, প্রোগ্রাম পার্টনারশিপ ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার জিসান রেহমান এবং অন্যান্য সমাজকর্মী ও অতিথিবৃন্দ।
সকল অতিথি ও সমাজকর্মীরা শিশুদের সঙ্গে সময় কাটান, খেলায় অংশ নেন, এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দেশাত্মবোধক গান, নাচ ও দলীয় পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিদেশি অতিথি মাইক শেরিফ-এর কণ্ঠে জনপ্রিয় গান “আমার হাড় কালা করলাম রে” পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস যোগ করে।
‘হ্যাপি হার্টস ডে’ শেষ হয় শিশুদের হাসি, আনন্দ, ও ভালোবাসায় ভরা এক স্মৃতিময় বিকেলে—যেখানে প্রতিটি মুখের হাসিই ছিল আগামী দিনের আশার আলো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.