সূর্যের সাথে
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার,ভারত,
সূর্যের তেজ মনে নিয়ে,
এগিয়ে চলি দুর্দান্ত সাহসিকতাকে নিয়ে।
তেজস্ক্রিয় চেতনা গায়ে মেখে,
আমি খুঁজে চলেছি সূর্যের প্রখরতার বিষয়ে।
হেটে চলেছি,
হোঁচট খেয়েছি,
আঁধার পেয়েছি,
তখন সূর্য হয়েছি,
নিজের জন্য নিজে,
আলো তৈরী করেছি।
নেকড়ে ছুট দিয়েছিলো,
আমায় নিশানা করে!
আমার হাতে অস্ত্র ছিলোনা,
আমি সূর্য হয়ে যাই,
আমার থেকে আগুনের তাপ ছড়াচ্ছিলো,
নেকড়ে পুরে যাওয়ার ভয় পেলো,
সেখান থেকে চলে গেলো,
আমি রক্ষা পেলাম,
আমি আবার আমার অবস্থায় ফিরে আসলাম।
বিকেলে সূর্যের চোখে চোখ রেখে
বলি,
আমি সেই সূর্য হবো যার অস্ত নেই,
যা অন্যের মনকে সবসময় আলোকিত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.